ক্রিকেটের জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপ এবারের আসর বসছে আটলান্টিক পাড়ের দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। ১৬ কোটি মানুষের প্রানের খেলা বাংলাদেশের ১৫ জন প্রতিনিধি ইতোমধ্যে ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্পোর্টি ভয়েজের বিশেষ আয়োজনে আজকের পর্বে থাকবে স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।
বিশ্বকাপের টিকেট পাওয়ার জন্য শেখ মেহেদি হাসানের সবচেয়ে বড় প্রতিযোগী ছিলেন মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত অনেক সমীকরনের পর নির্বাচকরা শেখ মেহেদি এর নাম ঘোষনা করেন। আজ জেনে নিবো শেখ মেহেদির টি-টোয়েন্টি ক্রিকেটের আদ্যোপান্ত।
শেখ মেহেদির জন্ম খুলনায় ১৯৯৪ সালের ১২ই ডিসেম্বর। ৫ ফিট ৬ ইঞ্চি উচ্চতার এই অলরাউন্ডার ডান হাতি অফ ব্রেকের পাশাপাশি ব্যাট হাতেও দারুন ক্যামিও খেলতে পারেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৮ ম্যাচ খেলা মেহেদি তুলে নিয়েছেন ৩৮ উইকেট। যার এভারেজ প্রায় ২৭ এবং স্ট্রাইক রেট প্রায় ২৫। ইকোনমি ৬.৫৯। ওমানের বিপক্ষে ১৯ রান খরচায় ৩ উইকেট এখনো পর্যন্ত তার ক্যারিয়ার সেরা বোলিং।
বোলিং এর পাশাপাশি ব্যাটিং এও কম যান না তিনি। ৪৮ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৩ স্ট্রাইক রেটে করেছেন ৩১৭ রান। সর্বোচ্চ অপরাজিত ৩০ রান আসে তার ব্যাট থেকে। ১০ টি ছয় এর পাশাপাশি হাকিয়েছেন ২৩ টি চার।
সর্বমোট ১৫০ টি টি-টোয়েন্টি খেলা মেহেদি ১০৫ ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন তাতে তিনি ১২৬ স্ট্রাইকরেটে করেছেন ১৬৭৯ রান যার মধ্যে সর্বোচ্চ ৯২ রান করেছেন। কোন শতক না থাকলেও আছে ৮ টি অর্ধশতক। ছয় হাকিয়েছেন ৮৩ টি এবং ১৪৩ টি চার মেরেছেন। ক্যাচ নিয়েছেন ৪২ টি।
ব্যাটিং এর পাশাপাশি বোলিং এও দারুন সফলতা পান তিনি। ১৫০ম্যাচের ১৪৪ ইনিংসে বোলিং করে তিনি ২৬ গড়ে তুলে নেন ১২৪ টি উইকেট। যার মধ্যে সেরা ইনিংস হল ২২ রানের বিনিময়ে ৪ উইকেট। স্ট্রাইকরেট টাও প্রায় ২৩ এর কাছাকাছি।
এপর্যন্ত তিনি বিপিএলে বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, মিনিস্টার রাজশাহী এবং রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন।