নারীদের এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা

প্রায় দেড় যুগ পর মেয়েদের এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। ৮ দলের এই টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশও। গ্রুপের তৃতীয় দল থাইল্যান্ড ও চতুর্থ দল মালয়েশিয়া। গ্রুপ ‘এ’তে ভারত-পাকিস্তানের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। টুর্নামেন্টের সময় সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

চলতি বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ১৯ জুলাই থেকে হবে এশিয়া কাপ। 

উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখী হবে নেপাল। পরদিন ২০ জুলাই নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ; সেদিন নিগার সুলতানার দলের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের দুটি ম্যাচ ২২ জুলাই থাইল্যান্ড ও ২৪ জুলাই মালয়েশিয়ার বিপক্ষে।

সাকিব দলে ফিরলে সবার জন্য ভালো : শান্ত

মুস্তাফিজের কামব্যাক, জয়ের ধারায় চেন্নাই

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top