‘আমি আমার স্বপ্নের মধ্যে আছি। বিশেষ মুহূর্ত আমার জন্য, স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার’—১৫ বছরের খরা কাটিয়ে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারানোর পর কথাগুলো বলেছিলেন ম্যাথু ফোর্ড। নিজের অভিষেক দারুণভাবে রাঙিয়েছেন তিনি। ৪ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। দেশের মাটিতে ২৫ বছর পর জস বাটলারের দলের বিপক্ষে জিতেছে তারা।
বার্বাডোজে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৪৩ ওভারে। দ্বিতীয়বার বৃষ্টি আসায় সেটা দাঁড়ায় ৪০-এ। আগে ব্যাটিং করা বাটলাররা করেন ৯ উইকেটে ২০৬ রান। আরও এক দফা বৃষ্টির পর ৩৪ ওভারে ১৮৮ রান করতে হতো উইন্ডিজকে। ১৪ বল বাকি রেখেই সেটা পেরিয়ে গেছে তারা।
২৮ বলে ৪১ রানের দারুণ এক ইনিংসে জয় নিশ্চিত করেন রোমারিও শেফার্ড। অভিষেকে ম্যাচসেরা হওয়া ফোর্ড বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে খেলেন অপরাজিত ১৩ রানের ইনিংস।