উইন্ডিজ তারকা আন্দ্রে রাসেলকে অনেকেই মাসেল রাসেল বলেই ডাকেন। নিজের খেলার দিনে তিনি তুলোধুনো করতে পারেন যে কোন বোলারকেই। এই রাসেল তান্ডব আরেকবার দেখল তাসমান পাড়ের দেশ অস্ট্রেলিয়া।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রাসেলের টর্নেডোর সুবাধে উইন্ডিজ ক্রিকেট টিম প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ২২০ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন আন্দ্রে রাসেল। তিনি ৭ টি ছয় এবং ৪ টি চারের সাহায্যে এই রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে রাদারফোর্ডের ব্যাট থেকে। তিনি ৬৭ রান করেন ৪০ বলে। অস্ট্রেলিয়ার পক্ষে জাভিয়ার বার্টলেট নেন ২ উইকেট।
বিশাল জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরু করেছিল দারুন ভাবেই। নিজ দেশের মাঠে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা ডেভিড ওয়ার্নার করে ৮১ করেন। অবশ্য অপর পাশ থেকে সাপোর্ট না পাওয়ায় দুর্দান্ত খেলেও জয় নিয়ে নিজের ক্যারিয়ারের নিজ দেশে শেষ আন্তর্জাতিক ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারেন নি এই কিংবদন্তী। শেষের দিকে টিম ডেভিডের ১৯ বলে ৪১ রানের ঝড় শুধু ব্যবধানটাই কমিয়েছে। উইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড দুই উইকেট নেন।
এই ম্যাচে কিছু বিরল রেকর্ড ও দেখেছে। এডাম জাম্পা অস্ট্রেলিয়ার পক্ষে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ রান দিয়েছেন। তিনি ৪ ওভার বল করে ৬৫ রান দিয়েছেন, এর আগে ৬৪ দিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন এড্র টাই। এছাড়াও আন্দ্রে রাসেল এবং রাদারফোর্ডের ১৩৯ রানের পার্টনারশীপ এখন আন্তর্জাতিক ষষ্ঠ উইকেটের সর্বোচ্চ জুটি।
শ্রীলংকার বিপক্ষে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা