কাতার বিশ্বকাপ ব্যার্থতার পর থেকেই স্থায়ী কোচ খুজছে ব্রাজিল। কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল-সিবিএফের সূত্র দিয়ে ব্রাজিলের গণমাধ্যমগুলো জানিয়েছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হলে নেইমারদের স্থায়ী কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। কিন্তু রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর তাকে নিয়ে জল্পনা শেষ। এখন শোনা যাচ্ছে আবেল ফেরেইরা, জর্জ জেসুস ও ফার্নান্দো দিনিজের নাম।
ব্রাজিলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ফার্নান্দো দিনিজ। শোনা যাচ্ছে , আনচেলত্তিকে না পাওয়ায় আপাতত দিনিজকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। না দিলে নতুন করে কোচ খোঁজতে হবে। পরের বছর কোপা আমেরিকার মতো গুরুত্বপুর্ন টুর্নামেন্টে। হাতে বেশি সময়ও নেই।
ব্রাজিলের স্থায়ী সম্ভব্য কোচের তালিকার শীর্ষে রয়েছেন পর্তুগালের জন্ম নেওয়া আবেল ফেরেইরা। খেলোয়াড়ি জীবন শেষে ২০১১ সালে নাম লেখান কোচিংয়ে। ২০২০ সালে পালমেইরাসের দায়িত্ব নেওয়ার পর জিতেছেন ৯ শিরোপা। শোনা যাচ্ছে জর্জ জেসুসের নামও। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালের দায়িত্ব পালন করেন ৬৯ বছর বয়সী এই কোচ। ২০১৯ সালে ফ্লামেঙ্গোর হয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। আর ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকা ফার্নান্দো দিনিজকে কৌশলের জন্য গার্দিওয়ালার সঙ্গে তুলনা করা হয়।