কে হতে পারেন আজকের ম্যাচের এক্স-ফেক্টর

সেমিফাইনাল

২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালের মার্টিন গাপটিলের মহেন্দ্র সিং ধোনিকে রান আউট করা এবং কমেন্ট্রি বক্স থেকে কমেন্টেটরদের অসাধারণ  উৎযাপন। এই দৃশ্যটা বোধহয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে অনেকদিন রয়ে যাবে। এই রান আউট ভারত- নিউজিল্যান্ড ম্যাচের নতুন একটা উদ্দীপনা তৈরী করেছে। প্রথম সেমিফাইনাল ম্যাচের এই উদ্দীপনা বাড়াতে কে হতে পারেন আজকের এক্স-ফ্যাক্টর?

ভারতীয় দলের সবচেয়ে বড় দিক হচ্ছে এরা দল হিসেবে অসাধারন খেলছে। একেক দিন একেকজন দ্বায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়ে দিচ্ছেন। ওপেনার থেকে বোলার সবাই অসাধারন খেলছেন। এত ম্যাচ জয়ী পারফর্মারদের মাঝে আজকের ম্যাচে কে হতে পারেন এক্স-ফ্যাক্টর তা যাচাই করা একটু কঠিন। তবে যাদের উপর প্রত্যাশা থাকবে তাদের মধ্যে বিরাট কোহলি অন্যতম। এই বিশ্বকাপে তিনি ৯ ম্যাচ খেলে ২ শতকের মাধ্যমে করেছেন সর্বোচ্চ  ৫৯৪  রান। বোলিংয়ে অসাধারণ করছেন মোহাম্মদ সামি এবং জাস্প্রিত বুমরাহ। এরা ছাড়াও রোহির শর্মা, শুভমান গিল, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রবীন্দ্র জাদেজা যে কেউই একাই ম্যাচ জিতিয়ে দিতে পারেন।

আইসিসি টুর্নামেন্টে সব সময় ভাল খেলে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের ব্ল্যাকক্যাপস খ্যাত নিউজিল্যান্ড। গত ২ বিশ্বকাপের ফাইনালে খেলা এই দল এবারো আশা করবে তৃতীয়বারের মত ফাইনাল খেলা। এর পাশাপাশি আইসিসির টুর্নামেন্টে ভারতের বিপক্ষে তাদের জয়ের পাল্লাটাও ভারি অনেক। নিউজিল্যান্ড দলীর পারফর্মার হলেও এই টুর্নামেন্টে অসাধারণ খেলে যাচ্ছেন রাচীন রবীন্দ্র। ব্যাটিং এ তিনটি শতকের মাধ্যমে ৯ ম্যাচে ৫৬৫ রানের পাশাপশি ৯ ম্যাচে ০৫ উইকেট নিয়েছেন তিনি। তিনি হতে পারেন আজকের ম্যাচের এক্স-ফ্যাক্টর। এছাড়াও আছেন ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top