ভারত-ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টে অদ্ভুত কিছু কি চোখে পড়েছে? ব্যাটিংয়ে নামার আগেই ৫ রান যোগ হয়েছে সফরকারীদের স্কোরে! ইনিংসের প্রথম বলের আগেই দলটির স্কোর কার্ডে ছিল কোনো উইকেট না হারিয়ে ৫ রান। মূলত রানগুলো পেয়েছে আইসিসির নিয়মে পড়েই। ভারতীয় ব্যাটার রবিচন্দ্রন আশ্বিনের ভুলেই ৫ রান পেনাল্টি হয় ভারতের; এতে লাভবান হয় ইংলিশরা।
শুক্রবার সকালে রবীন্দ্র জাদেজার ফেরার পর অশ্বিন ও ধ্রুব জুরেল জুটিতে স্কোর এগোচ্ছিল ভারতের। তবে হঠাৎই দৌড়াতে গিয়ে ভুল করে বসেন অশ্বিন। রেহান আহমেদকে কাভারের দিকে মেরে রান নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু জুরেল আগ্রহ না দেখানোতে আবারও স্ট্রাইকে ফেরত যান অশ্বিন। তবে এ সময় পিচের মাঝ বরাবর নিষিদ্ধ জায়গায় পা দিয়ে বসেন তিনি।
বিষয়টি দ্রুততার সঙ্গে চোখে পড়েছে ফিল্ড আম্পায়ার জো উইলসনের। অশ্বিনের সঙ্গে কথা বলে ৫ রান পেনাল্টি করেন তিনি। তবে রানটি ভারতের স্কোর থেকে না কেটে ইংলিশদের স্কোরে যোগ করে দেওয়া হয়। এতেই মাঠে না নেমেও পাঁচটি রান পেয়েছে ইংলিশরা। অবশ্য অশ্বিনের অনেক অনুরোধেও সিদ্ধান্তে অটুট ছিলেন ফিল্ড আম্পায়ার।