বাংলাদেশ দলের অন্যতম সেরা ক্রিকেটার। ক্যারিয়ারে একতরফা ভালো খেলতে থাকা এই ক্রিকেটার তার নামের প্রতি ঠিকঠাক সুবিচার করতে পারছিলেন না এই বিশ্বকাপে। এর সঙ্গে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে পাওয়া চোটে আরো বিপদে ফেলেদিয়েছে বাঁহাতি এ অলরাউন্ডারকে। যার ফলে খেলতে পারেননি ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে।
তবে সব শঙ্কা কাটিয়ে আগামীকাল দক্ষিন আফ্রিকার ম্যাচ দিয়ে ফিরছেন তিনি। আজ ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সাকিব। ফিটনেস নিয়ে তিনি বলেন, ‘গতকাল কোনো নেগেটিভ কোনো কিছু ফিল করিনি (অনুশীলনে)। আজও করব, সবকিছু ঠিকঠাক থাকলে ফিট, ইনশাল্লাহ।’
এদিকে দলের অবস্থা খুব একটা ভালো নেই। ৪ ম্যাচের তিনটিতে হেরে সেমির দৌড়ে পিছিয়ে আছে বাংলাদেশ। সাকিব একটু রসিকতাই করলেন, ‘পয়েন্ট টেবিলে দেখে মনে হয় না আমরা বাজে জায়গায় আছি। যদিও অন্যান্য দল আমাদের সাহায্য করছে।
আরো পড়ুনঃ