ভারত বিশ্বকাপের গ্রুপ পর্বের ৪৫ ম্যাচের মধ্যে শেষ হয়ে গেছে ২৯টি ম্যাচ, হয়েছে অনেকগুলো রেকর্ড। পুরো টুর্নামেন্টজুড়ে ঘটে যাওয়া একাধিক রেকর্ড ও দলগুলো অবস্থানও প্রায় এখন চূড়ান্তের পথে।
প্রথমে পয়েন্ট টেবিলের দিকে দেখি, শীর্ষে রয়েছে ভারত। ৬ ম্যাচের ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রোহিত শর্মার দল। দ্বিতীয়স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচে জিতেছে ৫টি। সমান ৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
এবারের টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচে রান বন্যা হয়েছে। এই টুর্নামেন্টে ব্যক্তিগত রানের হিসেবে ভেঙে যাচ্ছে আগের সব রেকর্ড। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি করে রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে আছেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক, ৪৩১ রান তার। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের রান ৪১৩। তবে রোহিতের সঙ্গে বিশ্বকাপে যৌথভাবে ৭ সেঞ্চুরি ওয়ার্নারেরও। নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রাবিন্দ্র আছেন এই তালিকার ৩ নাম্বারে। ৬ ম্যাচে ২ সেঞ্চুরিতে করেছেন ৪০৬ রান।
ব্যাটারদের মতো ছুটে চলছেন বোলাররাও। তবে পেসারদের থেকেও একটু এগিয়ে স্পিনারনা। ৬ ম্যাচ খেলা অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ১৬ উইকেট নিয়ে আছেন এই তালিকায় সবার ওপরে। দুইয়ে থাকা ভারতীয় পেসার জশপ্রিত বুমরার উইকেট ১৪টি। তালিকায় ৩ নাম্বারে আছেন নিউজিল্যান্ডের স্পিনার মিশেল স্যান্টনার, ৬ ম্যাচে নেন ১৪ উইকেট।