তিন অঙ্ক ছুঁতেই ডেভিড ওয়ার্নারের চেনা উদযাপন। হেলমেট খুলে বাতাসে লাফ। টেস্ট ক্রিকেটে ওয়ার্নার যে এখনো ফুরিয়ে যাননি, যেন তারই আভাস। ২৬তম সেঞ্চুরিতে বিদায় বেলায় উজ্জ্বলতার বার্তা দিলেন তিনি। পাঁচ ঘণ্টার বেশি উইকেটে থেকে খেলেছেন ১৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস।
পার্থ টেস্টের প্রথম দিনে ওয়ার্নার, উসমান খাজা, ট্রাভিস হেডদের ইনিংসে ভর করে ৫ উইকেটে স্কোর বোর্ডে ৩৪৬ রান তোলে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ব্যাটিং উজ্জ্বলতায় মলিন পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপ। আজ দ্বিতীয় দিনের শুরু করবেন অপরাজিত দুই ব্যাটার মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি।
প্রায় এক বছরের মতো টেস্টেও ছিল না কোনো সেঞ্চুরি। গড় নেমে গিয়েছিল ২৮-এর নিচে। সবকিছু উতরে গেলেন এক ইনিংসেই। রান করার চেয়ে তাদের চুপ করানোর আর কোনো ভালো উপায় নেই।’ ম্যাচ শুরুর আগে ওয়ার্নারও একই কথা বলেছিলেন।