দেশের পর এবার বিদেশেও টেস্ট আম্পায়ারিংয়ের সুযোগ পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। নিরপেক্ষ আম্পায়ার হিসেবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য আইসিসির পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন তিনি।
১৭ জানুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ২ ফেব্রুয়ারি থেকে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। জানা গেছে, প্রথম টেস্টে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকলেও ব্রিজবেনে দিবারাত্রীর টেস্টে থাকবেন ফিল্ড আম্পায়ার।
বিসিবির আম্পায়ার্স কমিটির একটি সূত্র জানিয়েছে, আগে ওয়ানডে সংস্করণে নিরপেক্ষ আম্পায়ারিং করেছিলেন সৈকত। এবার টেস্টেও ডাক পেয়েছেন তিনি। তবে বাংলাদেশের প্রথম নিরপেক্ষ টেস্ট আম্পায়ার এনামুল হক মনি।
করোনার পরবর্তী সময়ে আইসিসির বিশেষ নিয়মে বাংলাদেশের ৯টি টেস্টে আম্পায়ারিং করেছিলেন সৈকত। সেই পারফরম্যান্সে আইসিসি ইমার্জিং প্যানেলে সুযোগ মেলে তার। এরপর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপেও কয়েকটি ম্যাচে ফিল্ড আম্পায়ারিং করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।