ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। চার দলের এই টুর্নামেন্ট চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, বিসিএল দিয়ে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি নেবেন সাদা বলের ক্রিকেটাররা। টেস্ট সিরিজ থাকায় নিউজিল্যান্ড সিরিজের আগে প্রস্তুতির সুযোগ নেই ক্রিকেটারদের। সে কারণেই বিসিএল খেলে নিউজিল্যান্ড সফরে যাবে দল।
এবারের বিসিএলের খেলাগুলো হবে তিনটি ভেন্যুতে, ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। গতবারের মতো এবারও বিসিএল হবে কুকাবুরায়।