প্রায় পাঁচ বছর বা ১ হাজার ৭৩৯ দিন ওয়ানডে সংস্করণের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিলেন সাকিব আল হাসান। ৫০ ওভারের ক্রিকেট ইতিহাসে যে রেকর্ডের ধারে কাছেও নেই অন্য কেউ। সাকিবকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন মোহাম্মদ নবি; ৩১৪ রেটিং নিয়ে এখন শীর্ষে তিনি। চোট ও আন্তর্জাতিক সিরিজ থেকে বিশ্রামে থাকা সাকিব ৩১০ রেটিং নিয়ে আছেন দ্বিতীয়স্থানে।
তবে লম্বা সময় শীর্ষস্থান ধরে রাখার রেকর্ড যেমন অন্য কারোর নেই। তেমননি একটা দারুণ আরেকটি রেকর্ডও সাকিবের। মোট ৪ হাজার ২৭৬ দিন বা সাড়ে ১১ বছর ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ছিলেন তিনি। সাকিবে ঠিক পেছনে থাকা ভারতীয় কিংবদন্তি কোপিল দেব ছিলেন ৩ হাজার ৮১৬ দিন।
তবে শীর্ষে ফিরে একটা রেকর্ড গড়েছেন মোহাম্মদ নবি। ৩৯ বছর ১ মাস বয়সে শীর্ষস্থানে উঠেছেন তিনি, যা সবচেয়ে বেশি বয়সে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের; বয়স ছিল ৩৮ বছর ৮ মাস।
রাসেল তাণ্ডবে লজ্জায় বাঁচল উইন্ডিজ
শ্রীলংকার বিপক্ষে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা