দেড় বছর বাংলাদেশ পেস বোলিং কোচ ছিলেন অ্যালান ডোনাল্ড। অল্প সময়ে বাংলাদেশের পেসারদের বিশ্বমানের করে গড়ে তুলতে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের পর বাংলাদেশ অধ্যায়ের সমাপ্তি টানলেন এই প্রোটিয়া কোচ।
ডোনাল্ডের চলে যাওয়ায় মন ভেঙেছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের। তবে এই কোচের সঙ্গে কাজ না করলেও ড্রেসিংরুম শেয়ার করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এতেই কোচের প্রতি ভালোবাসা তৈরি হয় অভিজ্ঞ এ ব্যাটারের। ডোনাল্ডকে কিংবদন্তি উল্লেখ করে একটা পোস্ট দেন রিয়াদ।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিয়াদ লিখেছেন, ‘একজন কিংবদন্তি এবং ভদ্রলোক। অনেক সুন্দর মানুষ। তার সাথে কাজ করা আমার জন্য আনন্দের ছিল।’