রোমাঞ্চকর, শ্বাসরুদ্ধকর এক ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। একটি টি-টোয়েন্টিতে ৬ ইনিংসের দেখা মিলল দিল্লিতে। আফগানিস্তান-ভারত ম্যাচটা তাই ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার কথা। তবে ম্যাচে বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রিটায়ার্ড আউট হয়েও দ্বিতীয় সুপার ওভারে ব্যাটিং করেন তিনি। যা নিয়ে হচ্ছে রীতিমতো আলোচনা।
ভারতের ২১২ রানের ইনিংসের জবাবে আফগানরাও তোলে সমান রান। ম্যাচ ড্র হলে গড়ায় সুপার ওভারে। এবার আফগানিস্তান ১৬ রান তুললে রান তাড়ায় সমান সংখ্যক রান করে ভারতও। আবার ম্যাচ ড্র হলে শুরু হয় দ্বিতীয় সুপার ওভার। প্রথম সুপার ওভারের পঞ্চম বলে নিজেই রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছেড়েছিলেন রোহিত। কিন্তু দ্বিতীয় সুপার ওভারে তিনিই করলেন ওপেনিং; যা রীতিমতো নিয়মভঙ্গ।
আইসিসির আইনে বলা আছে, প্রথম সুপার ওভারে কোনো বোলার বোলিং করলে পরের সুপার ওভারে সে আর বোলিং পাবে না। আবার কোনো ব্যাটার ব্যাটিং করে আউট হয়ে গেলে, সেও একই নিয়মের মধ্যে পড়বে। কিন্তু রোহিত কীভাবে দ্বিতীয় সুপার ওভার ব্যাটিং করেছেন; এর ব্যাখ্যা নেই খোদ ভারত দলের কোচের কাছেও।