বিপিএলের গ্রুপ পর্বের প্রায় অর্ধেক ম্যাচ শেষ। ইতোমধ্যে কিছু অসাধারন ইনিংস আর কিছু অসাধারন ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট প্রেমীরা। কিছু দল তাদের সমর্থকদের আনন্দে ভাসালেও কিছু দল এখন পর্যন্ত তাদের সমর্থকদের হতাশার সাগরে ডুবিয়েছে। তবে এবারের দুইটি দল দর্শকদের অবাক করে দিচ্ছে। প্রথমটি হল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইগার্স। এই দলে দেশের বড় মাপের কোন তারকা ক্রিকেটার নেই, কোন বিদেশী সেলিব্রেটি ক্রিকেটার ও নেই। কিন্তু একের পর এক জয়ে দলটি এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। আরেকটি হল টেবিলের তলানীতে থাকা মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দল সিলেট স্ট্রাইকার্স। গতবারের ফাইনালে খেলা এই দলটির উপর দর্শকদের আগ্রহের অন্যতম কারন ছিল ক্যাপ্টেন মাশরাফি। কিন্তু সিলেট এখন পর্যন্ত কোন জয়ের দেখা না পাওয়ায় টেবিলের তলানীতে অবস্থান করছে।
পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল খুলনা টাইগার্স। চার ম্যাচে চার জয় তুলে নেওয়া এই দলের পয়েন্ট হল আট আর রান রেট +১.৩৪০। এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন এই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল বিজয় এই টুর্নামেন্টে এখন পর্যন্ত রান করেছেন ১৩০ রান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। পাচ ম্যাচে চার জয় পাওয়া এই দলের পয়েন্ট ও খুলনার সমান আট , তবে রান রেট (+0.৪৬) কিছুটা কম তাদের চেয়ে। এই দলের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক অভিষিক ফার্নান্দো করেছেন পাচ ম্যাচে ১৬৭ রান।
সাকিব আল হাসান আর বাবর আজমের দল রংপুর রাইডার্স পাচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে। পাচ ম্যাচ খেলে এই দল হেরেছে দুই ম্যাচে আর জিতেছে তিন ম্যাচ। এই দলের সর্বোচ্ছ রান সংগ্রাহক হলেন বাবর আজম। তিনি চার ম্যাচ খেলে করেছেন ১৫৭ রান।
গতবারের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স চার ম্যাচে দুই জয় আর দুই পরাজয় দিয়ে চার পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবিলের চার নাম্বারে। নতুন অধিনায়ক লিটন দাসের অফফর্ম দলকে ভালভাবেই ভোগাচ্ছে এটা বলাই যায়। এই দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন গতবারের অধিনায়ক ইমরুল কায়েস। তিন ম্যাচ খেলে তিনি প্রায় ৫০ গড়ে করেছেন ১৪৮ রান।
বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডের তিন পান্ডবের দল ফরচুন বরিশাল আছে পয়েন্ট টেবিলের পাচ নাম্বারে। পাচ ম্যাচ খেলা এই দল জিতেছে দুই ম্যাচ আর হেরেছে তিন ম্যাচ। কুমিল্লার সমান চার পয়েন্ট হলেও রান রেটে পিচিয়ে আছে দলটি। এই দলের সর্বোচ্ছ রান সংগ্রাহক মুশফিকুর রহিম টুর্নামান্টের ও সেরা রান সংগ্রাহক। তিনি প্রায় ৫০গড়ে করেছেন ২০১ রান।
নতুন মালিকানা পাওয়া দুর্নান্ত ঢাকা এই পর্যন্ত চার ম্যাচ খেলে পেয়েছে মাত্র একটি জয়। তাসকিন শরিফুলদের দল দুই পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নাম্বারে অবস্থান করছেন।
আরো পড়ুনঃ