প্রায় ৪ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই তামিম ইকবাল। এর আগেও আড়াই মাসের মতো ছিলেন ক্রিকেটের বাইরে। ভবিষ্যতে খেলবেন কী না, সেটা নিয়েও নেই পরিষ্কার ভাবনা। সেজন্যই জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে বাঁহাতি ওপেনারকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
জাতীয় দলের নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে তামিমের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। আজ মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘তামিমের ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি।’ তামিমই চাননি চুক্তিতে থাকতে নিশ্চিত করে বিসিবির এ পরিচালক বলেছেন, ‘সে (তামিম) চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে সে কি করতে যাচ্ছে।’
আপাতত একটা তালিকা প্রস্তুত করেছেন নির্বাচকরা। সেখানে তামিম নেই। জালাল বলেছেন, ‘নির্বাচকরা ইতোমধ্যে এটি নিয়ে বসেছিল, আমিও সেদিন গিয়েছিলাম। আমার সঙ্গে একটা মিটিং হয়েছে, পরে এটি বোর্ডে আলোচনা হবে। ড্রাফট একটা করা হয়েছে আর কি। আশা করি যে ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত করব যেটা বোর্ডের কাছে দিব।’