অবসর ভেঙে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল। বিশ্বকাপ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত চোট ও বিভিন্ন ঘটনায় সেটা আর হয়নি। চোটে এখনো দলের বাইরে তিনি। তবে কবে ফিরছেন, সেটা জানিয়েছেন।
আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেছিলেন তামিম। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। এর মধ্যে কবে ক্রিকেটে ফিরছেন, সেটাও জানিয়েছেন। বিপিএল দিয়ে মাঠে ফেরার ইচ্ছে তামিমের।
বৈঠকের পর নিজ বাসায় সাংবাদিকদের তামিম বলেছেন, ‘আমি হয়তো বিপিএল থেকেই আমার ক্রিকেট খেলাটা শুরু করব। শুরু করার পর আপনারা আরও পরিষ্কারভাবে জেনে যাবেন কী হচ্ছে, না হচ্ছে।’
এরপর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে কী না, এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আবারও একই কথা বলি, আমি কখনো এটা করতে চাই না যে (খেলায় ফিরতে) আরেক মাস সময় নিই, ব্যাপারটাকে অপ্রয়োজনীয়ভাবে লম্বা করি। আমি আপনাদের বলেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সভাপতি ও বোর্ডের সঙ্গে আমার অনেক কথা হয়েছে এসব বিষয়ে।’