ডিসেম্বরে আইসিসির মাসসেরা পারফরমারের দৌড়ে সেরা তিনে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে সেরা তিনে আরও আছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। মেয়েদের ক্রিকেটে মাসসেরার মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের পেসার মারাঙ্গে। এ ছাড়া আছেন ভারতের জেমিমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মা।
ডিসেম্বরটা দুর্দান্ত কেটেছে তাইজুলের। সিলেটে কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট ১০ উইকেট নেন তিনি। মিরপুরে হওয়া দ্বিতীয় টেস্টে আরও মোট ৫ উইকেট নেন তিনি। সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। ১৫ উইকেটে সিরিজের সেরা পারফরমার হন তাইজুল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্স পাকিস্তান সিরিজের পার্থে প্রথম টেস্টে নেন ৩ উইকেট।
এরপর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দুই ইনিংসেই ৫টি করে ১০টি উইকেট নেন তিনি। ওই দুই ম্যাচ সহজেই জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে ফিলিপসের সব পারফরম্যান্সই বাংলাদেশের বিপক্ষে খেলা টেস্টে। কিউইদের সিরিজ হার এড়াতে বল ও ব্যাটে দারুণ অলরাউন্ড পারফর্ম করেছিলেন তিনি। এতে জায়গা হয়েছে মাসসেরার দৌড়ে।