৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান। এতেই মধ্যাঞ্চলকে হারিয়ে বিসিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে তার দল উত্তরাঞ্চল। লিগ পর্বের প্রথম দুই ম্যাচ জিতেও ফাইনালে খেলা হচ্ছে না মধ্যাঞ্চলের। দিনের অপর ম্যাচে দক্ষিণাঞ্চলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পূর্বাঞ্চল। আগামী ৩১ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে দুদলের মধ্যেকার ফাইনাল।
কক্সবাজারে বিসিএলের তৃতীয় রাউন্ডে আগে ব্যাটিং করে মাত্র ২০১ রান করে মধ্যাঞ্চল। একাই চার উইকেট নেন উত্তরাঞ্চলের শহিদুল ইসলাম। রান তাড়ায় মধ্যাঞ্চল বোলারদের ওপর রীতিমতো তোপ ঝাড়েন হাবিবুর। ১৯ বলে ফিফটির পর ৪৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ততক্ষণেই ভাঙেন ২০১৬ সালে মাশরাফি বিন মোর্ত্তজার করা ৫০ বলের সেঞ্চুরির রেকর্ড। সেঞ্চুরির পর ইনিংস খুব বেশি লম্বা হয়নি তার। ১১৭ রানে ফিরলেও দল পেয়ে যায় ২৫ ওভার ২ বল বাকি রেখে ৮ উইকেটের বিশাল জয়।
অপর ম্যাচে ফাইনালে খেলতে হলে জয়ের বিকল্প ছিল না পূর্বাঞ্চলের। নাঈম হাসান ও নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে আগে ব্যাটিং করা দক্ষিণঅঞ্চলকে ২০৭ রানে আটকে দেয় পূর্বাঞ্চল। এরপর জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে ৭ উইকেটের জয় পায় তারা। তবে একরানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন জাকির। সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতেই রান আউটের ফাঁদে পড়েন তিনি।