সমালোচকদের একহাত নিলেন গাভাস্কার

বিশ্বকাপ সেমিফাইনালের আগে ডেইলি মেইলের রিপোর্টে অভিযোগ করা হয়, ভারত প্রভাব খাটিয়ে সেমিফাইনালের আগে পিচ বদল করেছে। ওয়াংখেড়ের পিচ নিয়ে সেই বিতর্কিত প্রতিবেদনের পরে যারা ভারতের সমালোচনা করেছিল তাদের ‘গাধা’ বলে গাল দিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার।

ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে বুধবার বিশ্বকাপ ফাইনালে ওঠে ভারত। সেই ম্যাচের পর গাভাস্কার বলেন, ‘যেসব গাধা ম্যাচের আগে পিচের বদল নিয়ে বকবক করছিল, আশা করব এবার ওরা মুখ বন্ধ করে বসে থাকবে এবং কথায় কথায় ভারতের সমালোচনা বন্ধ করবে। পিচের বদল নিয়ে কথা বলা এবার বন্ধ হোক। একই পিচে দুই দল খেলেছে।’ 

তিনি আরও বলেন, ‘ভেবে দেখুন একবার, দ্বিতীয় সেমিফাইনাল এখনো খেলাই হলো না। এখন থেকেই কেউ কেউ বলছে, আমদাবাদের পিচও নাকি বদল হবে। কোন দলকে খেলতে হবে সেটাই তো কেউ জানে না। যতসব উল্টাপাল্টা কথা বলে বাজার গরম করার চেষ্টা।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top