গ্যালারিতে সনাৎ জয়াসুরিয়া। কিছুক্ষণ পর পর সম্প্রচার ক্যামেরায় দেখাচ্ছে লঙ্কান কিংবদন্তির চেহারা। কিছুক্ষণের মধ্যে তার রেকর্ড ভেঙে ইতিহাসে নাম লেখান পাথুম নিশাঙ্কা—গ্যালারি থেকে উত্তরসূরিকে করতালিতে শুভেচ্ছা জানান জয়াসুরিয়া। প্রথম শ্রীলঙ্কান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন নিশাঙ্কা; বিশ্বে ক্রিকেটে তিনি দশম ব্যক্তি। আফগানিস্তানের বিপক্ষে তরুণ ওপেনারের ডাবল সেঞ্চুরিময় দিনে শ্রীলঙ্কা পেয়েছে ৩৮১ রানে বিশাল পুঁজি।
৪৮ ওভার শেষে ইতিহাস থেকে মাত্র ১৩ রান পিছিয়ে ছিলেন নিশাঙ্কা। অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, পারবে তো নিশাঙ্কা! ৪৮.৫ ওভারে দুবার প্রান্ত বদলে সদেশী কিংবদন্তিকে ছাপিয়ে যান ২৪ বছর বয়সী এই ওপেনার। এরপর একের পর এক বাউন্ডারিতে ৫০তম ওভারের দ্বিতীয় বলেই গড়েন ইতিহাস। শেষ পর্যন্ত ১৩৯ বলে খেলেছেন ২১০ রানের দাপুটে এক ইনিংস।
৫০ ওভারের সংস্করণে ডাবল সেঞ্চুরি আছে মোট ১২টি। যার মধ্যে সর্বোচ্চ তিনবার করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বীরেন্দর শেবাগ—দশ জনের এই তালিকার একজন এখন নিশাঙ্কাও।