ইসরায়েলকে সমর্থন দিয়ে নেতৃত্ব হারালেন প্রোটিয়া অধিনায়ক

কদিন পরই ঘরের মাঠে হতে যাচ্ছে বিশ্বকাপ। অথচ তার আগেই নেতৃত্ব হারালেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ডেভিড টিগার।  ইসরায়েলকে সমর্থন জানিয়ে মন্তব্য করায় অধিনায়কত্ব হারান তিনি। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯ জানুয়ারি থেকে শুরু হবে যুবাদের বিশ্বকাপ। ইতিমধ্যে সবগুলো দল অনুশীলনে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগেই অধিনায়কত্ব হারান প্রোটিয়া ক্রিকেটার। 

তবে নতুন অধিনায়কের নাম এখনো ঘোষণা করেনি সিএসএ। খুব দ্রুতই নতুন অধিনায়ক কে হচ্ছে সেটা জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে তারা।

আইসিসির নিয়ম বলছে,বিবাদমান ও যুদ্ধরত পক্ষকে সমর্থন দেওয়া অনুমোদন করে না তারা। এমনকি কোনো ধরণের ইঙ্গিতপূর্ণ বার্তাও সমর্থন করে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সে কারণেই অধিনায়কত্ব হারিয়েছেন ডেভিড।

বিসিবি সভাপতি হতে যেটা করতে হবে মাশরাফির

বিপিএলে ধারাভাষ্য কক্ষে বসছে তারার মেলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top