এক ম্যাচে সৌম্যের একাধিক কীর্তি 

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫১ বলে ১৬৯ রানের এক ইনিংসে নতুনত্ব এসেছে সৌম্য সরকারের। লম্বা সময় পর জাতীয় দলের জার্সিতে রানে ফেরার ম্যাচে অনেকগুলো রেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটার। নেলসনে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ ছক্কা স্পর্শ সৌম্য সরকারের, একই ইনিংসে পেরিয়েছেন ৪৫০ চারও।

সৌম্য উইকেটে ছিলেন ২১৮ মিনিট, যৌথভাবে বাংলাদেশের ওয়ানডে ইনিংসে মিনিট হিসেবে সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালে এনামুল হক বিজয়ও উইন্ডিজে ২১৮ মিনিট উইকেট ছিলেন। 

সৌম্য নেলসনে মেরেছেন ২২ চার, নির্দিষ্ট ইনিংসে বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ চারের রেকর্ড। ভেঙেছেন সিলেটে তামিমের জিম্বাবুয়ের সাথে মারা ২০ চারের রেকর্ড।সৌম্যের ১৬৯ রান বাংলাদেশি ব্যাটারদের চতুর্থবার ওয়ানডে ক্রিকেটে ১৫০ পেরোনো রান। লিটন (১৭৬), তামিমের (১৫৮, ১৫৪) পর তৃতীয় ব্যাটার হিসেবে দেড়শ রানের ইনিংস। তামিম একমাত্র বাংলাদেশি হিসেবে দুবার ওয়ানডে ক্রিকেটে দেড়শ পেরিয়েছিলেন।

সৌম্য খেলেছেন ১৫১ বলের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে ১৫০ বল বা ২৫ ওভার একাই খেলা ষষ্ঠ ব্যাটার সৌম্য। এর আগে শাহরিয়ার নাফিস (১৬১), তামিম (১৬০), সাকিব (১৫২), জাভেদ ওমর (১৫০), মুশফিক (১৫০) খেলছেন ৫০ ওভার বা ১৫০ বল। 

নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্যের ইনিংসটাই এশিয়ান ব্যাটারদের সর্বোচ্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে নির্দিষ্ট ইনিংসে ২২ চার যেকোনো ব্যাটারের সর্বোচ্চ।

রেকর্ড গড়া সৌম্যের চোখে কারিগর যারা

শচীনকে ছাপিয়ে সৌম্যের রেকর্ড

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top