বারবার সুযোগ পেয়েও সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। কিন্তু নিউজিল্যান্ডে গিয়েই যেন পুরোনো সৌম্যর রূপ ফিরে পেলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড ১৬৯ রানের দাপুটে এক ইনিংস খেলার পুরস্কার মিলেছে আইসিসির সপ্তাহিক র্যাঙ্কিংয়ে।
বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সৌম্য। এ ছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলামরা।
প্রথম ওয়ানডেতে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ম্যাচে খেলেন ১৬৯ রানের ইনিংস। তৃতীয় ম্যাচে রান করে রিটায়ার্ড হার্ট হন তিনি। এতেই আইসিসির সপ্তাহিক র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন সৌম্য। ১১১তম স্থানে উঠে এসেছেন তিনি। শেষ ম্যাচে ফিফটি করে দলের জয় নিশ্চিত করা অধিনায়ক শান্ত ৯ ধাপ এগিয়েছে আছেন ৪৯তম স্থানে।
তবে ত্রিশের নিচে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ব্যাটারের। ৩৩তম স্থানে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। বোলিংয়ে ৩ ম্যাচে নেওয়া ৬ উইকেটের সুবাদে ২৪ ধাপ এগিয়েছেন শরিফুল। ক্যারিয়ারসেরা ৫২৩ রেটিং পয়েন্ট নিয়ে ৩৫ নম্বরে আছেন তিনি