আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ফাইনালের চার দিন পর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য তারা দেশে ফিরতে পারেনি। তাই বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দ করতে পারেননি মিচেল মার্শরা।
প্রথম তিন টি-টোয়েন্টি খেলার পর তারা দেশে ফিরতে পেরেছেন। বিশ্বকাপে সতীর্থদের ভারতে থেকে যাওয়াকে নিষ্ঠুরতা মনে করেন মার্শ। যদিও টি-টোয়েন্টি দলে তিনি ছিলেন না। তবে স্টিভ স্মিথদের অবস্থা ভেবে তিনি যারপরনাই দুঃখিত।
অস্ট্রেলিয়ার এক রেডিও চ্যানেলে মার্শ বলেন, ‘বিশ্বকাপ জেতার পরও সতীর্থদের ভারতে থেকে যাওয়া নিষ্ঠুরতার মতোই। ঠিকই যে আমরা অস্ট্রেলিয়ার হয়ে খেলছি, এ বিষয়কে সম্মান করা উচিত। ভারতের বিরুদ্ধে সিরিজ সব সময়েই বড়। কিন্তু মানবিক দিকটাও তো রয়েছে।’
মার্শ আরও বলেন, ‘মাত্রই ক্রিকেটাররা বিশ্বকাপ জিতে উঠেছে। অন্তত কিছু সময়ের জন্যে উৎসব করা ওদের অধিকার। পরিবারের সঙ্গে যাতে আনন্দ করতে পারে, এ বিষয়টি নিয়ে ভাবা দরকার। আগামী দিনে মাথায় রাখতে হবে যাতে বড় প্রতিযোগিতার পর কোনো সিরিজ না থাকে।’
বিশ্বকাপ ট্রফিতে পা রাখার প্রসঙ্গে মার্শ বলেন, ‘বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার কোনো বাসনা আমার ছিল না। আমি ভাবিইনি ওই ছবি নিয়ে কিছু। তবে সামাজিক মাধ্যমে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে বলে শুনেছি। আমি খুব একটা সামাজিক মাধ্যমে দেখি না। আমাকে অনেকে বলেছে যে, ছবিটি ভাইরাল হয়ে গেছে। এর বেশি কিছু না। তবে ওটা আবার করব কি না? সত্যি বলতে, সম্ভবত করব।’