নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে জয়ের খরা যেন কাটছেই না বাংলাদেশের। সর্বশেষ সফরগুলোর মতো এবারও প্রথম দুই ম্যাচেই সিরিজ হাতছাড়া করেছেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম পরিকল্পনা বেস্তে যাওয়াতে এবার নতুন একটি পরিকল্পনা সাজিয়েছেন শান্তরা। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।
প্রথম দুই ম্যাচ হারের পর শান্ত বলেছেন, ‘পরের ম্যাচটা আমরা জেতার জন্য খেলব। শুরুতে একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম যেটা হয়নি। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে কিছুটা দুর্ভাগা ছিলাম। দ্বিতীয় ম্যাচে সৌম্য দারুণ একটা ইনিংস খেলেছে। রিশাদ ভালো বোলিং করেছে। এখানেও অনেক ইতিবাচক দিক ছিল।’
নেতিবাচক চিন্তা না করে ইতিবাচক ভাবতে বলেছেন শান্ত। তিনি বলেছেন, ‘শুধু নেতিবাচক দিক চিন্তা না করে এ বছর কোন কোন জায়গায় ভালো করলাম, এটা দেখা দরকার। আমার মনে হয় রিশাদের বোলিং স্পেল খুব দারুণ ছিল। সৌম্যর কামব্যাক অসাধারণ ছিল। শরিফুলের নতুন বলের বোলিং ভালো ছিল। আমার মনে হয় বেশ কিছু জায়গায় উন্নতি হয়েছে। আরও বেশি দল হয়ে খেললে ভালো করা সম্ভব।’