সাকিব আল হাসান ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ইস্যুটি নিয়ে আলোচনার শেষ নেই। মাঠে-মাঠের বাইরে তো আলোচনা হলোই। এরপর সাকিবকে পাথর ছুঁড়ে মারার হুমকিও দিয়ে বসেন ম্যাথুসের ভাই ট্রভিন ম্যাথুস।
শ্রীলঙ্কায় খেলতে গেলে বাংলাদেশ অধিনায়ককে পাথর মারার হুমকি দেন ট্রভিন। তার এমন হুমকিমূলক মন্তব্যের একদিন পরেই সাকিবের পাশে এসে দাঁড়িয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি ‘গল টাইটান্স’। সাকিবকে মেনশন না করলেও এক এক বিবৃতিতে তারা বলেছে, ‘দয়া করে মনে রাখবেন একজনের মন্তব্য কখনোই পুরো দেশের মানুষের মতামতের প্রতিফলন ঘটায় না। তেমনি শ্রীলঙ্কানরা কখনোই এমন আচরণ করবে না।’
শ্রীলঙ্কার মানুষ ক্রিকেট অনুরাগী। তারা ক্রিকেটকে ভালোবাসে জানিয়ে আরও বলা হয়েছে, ‘আমাদের দেশের ক্রিকেটভক্তরা অন্য দেশের ক্রিকেটারকে যে কোনো সময় ভালোবাসার সঙ্গেই বরণ করবে।’