২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ১ জুন ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। ২০ দলের এই টুর্নামেন্টে চার গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতি গ্রুপ থেকে দুটি করে ওঠবে সুপার-৮’এ। সেখানেও চার দল করে হবে দুটি ভিন্ন গ্রুপ। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।
গ্রুপ পর্বে বাংলাদেশ রয়েছে ‘ডি’তে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। বাংলাদেশ তাদের চারটি ম্যাচের দুটি খেলবে যুক্তরাষ্ট্রে এবং দুটি খেলবে ওয়েস্ট ইন্ডিজে।
৭ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। সাকিব আল হাসানদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ১০ জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
টাইগারদের পরের দুটি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। দুম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। ১৩ জুন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ জুন নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।