কোনো বিজ্ঞাপন নয়, ব্যাটিং জটিলতার সমাধান খুঁজতে দেশে এসেছিলেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল ও আজ দুদিন মিরপুর স্টেডিয়ামের ইনডোর অনুশীলন করেছেন তিনি। হেড পজিশন থেকে শুরু করে বেশ কিছু জায়গায় সমস্যা বোধ হচ্ছিল বাঁহাতি এ অলরাউন্ডারের। সেকারণেই শৈশবের গুরুর তালিম নিতে এসেছিলেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় সময়ই জটিল সমস্যায় পড়লে শৈশব কোচের কাছে যান সাকিব। কারণ, ক্রিকেটারের সবচেয়ে কমফোর্টেবল জোন বুঝতে পারেন তার শৈশব কোচ। সে কারণেই নাকি নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে কাজ করতে মুম্বাই থেকে ঢাকায় আসেন সাকিব।
উল্লেখ, গত দুইদিন জাতীয় দলের অনুশীলন ছিল না। বিশ্রামে সময় কাটিয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিমরা। আগামীকাল দলের আনুষ্ঠানিক অনুশীলন; তখন দলের সঙ্গেই ইডেন গার্ডেন্সে অনুশীলন করবেন সাকিব।