সাকিব সংবাদ সম্মেলন দেখে মনে হচ্ছিল, অনেক দিন হাসেননি সাকিব আল হাসান। কীভাবে হাসবেন, দল যে ভালো করছে না লম্বা সময় ধরে। পাকিস্তান ম্যাচের আগেও অনেকগুলো কঠিন প্রশ্নের উত্তর দিতে হয়েছে তার। তবে শেষ দিকে এসে হেসে দিলেন তিনি। আর জানালেন, মাঝে মাঝে হাসিরও দরকার আছে।
টানা হারের পর পাকিস্তানকে নিয়ে কিছু স্বস্তি কী না বাংলাদেশের? প্রশ্নটা সাকিবও করলেন নিজেদের হারের কথা তুলে ধরে। সাকিব বলেন, ‘ওরাও (পাকিস্তান) কিন্তু একই কথা বলতে পারে। আমরা পাঁচটা হেরে বসে আছি। এটা ওদের অ্যাডভানটেজ নাকি। (হাসি)…. (হাসি)। কি বলবো আপনি বলেন…।’
সাকিবের হাসির কারণও শেষবার তিনি জানিয়ে দিলেন। সংবাদ সম্মেলন শেষ হতেই টেবিল চাপড়ে চেয়ার থেকে উঠে যাওয়ার সময় সাকিব বলে যান, ‘মাঝে মাঝে হাসিরও দরকার আছে।’