মারিজান ক্যাপকে নিয়েই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৫ সদস্যের এই দলে নতুন মুখ এলিজ-মারি-মার্কস। এ ছাড়াও চোট কাটিয়ে ফিরেছেন আয়াবোঙ্গা খাকা ও নাদিন ডি ক্লার্ক। টি-টোয়েন্টি সিরিজে চোটের জন্য খেলা হয়নি খাকা-ক্লার্কের।
আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। আগামী মঙ্গলবার একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। সিরিজটি আইসিসি ওমেন্স চ্যাস্পিয়নশিপে ২০২২-২৫ চক্রের অংশ। যেখান থেকে ২০২৫ নারী বিশ্বকাপের জন্য দল বাছাই করা হবে।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে স্কোয়াড: লরা উলভার্ট (অধিনায়ক) অ্যানেকে বচ, তাজমিন ব্রিটস, নাদিনে ডি ক্লার্ক, মিকি ডি রিডার, লরা গুডাল, সিনালো জাফতা, মারিজান ক্যাপ, মাসাবাতা ক্লাস, আয়াবোঙ্গা খাকা, সুনে লুস, এলিজ–মারি–মার্কস, ননকুলুলেকো মালাবা, তামি সেখুখুনে, ডেলমি টাকার।