দুর্নীতির দায়ে ১৭ বছর ৬ মাসের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন রিজওয়ান জাভেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রিজওয়ান যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্লাব ক্রিকেটার। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের তোলা দুর্নীতিবিরোধী পাঁচটি ধারা ভেঙে বড় শাস্তি পেয়েছেন তিনি। একই অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশ অলরাউন্ডার নাসির হোসেনও। তবে নাসিরকে নিষিদ্ধ করা হয়েছিল মাত্র ২ বছরের জন্য।
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির চেষ্টার অভিযোগ ওঠেছিল নাসিরসহ ৮জনের বিরুদ্ধে। অভিযোগ গঠনের পর থেকেই ক্রিকেট থেকে নিষিদ্ধ হন রিজওয়ান জাবেদ। ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হলেও কোনো উত্তর দেননি তিনি। এতে করে অভিযোগ সত্য ধরে নিয়ে তাকে শাস্তি দেয় আইসিসির কোর্ড অব কন্ডাক্ট কমিটি।
আইসিসির নৈতিকতাবিষয়ক বিভাগের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘পেশাদার ক্রিকেট ম্যাচে বারবার এবং বড় আকারে দুর্নীতি করার চেষ্টার কারণে রিজওয়ান জাভেদকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি অনুতাপ বা আমাদের খেলা রক্ষায় যে নিয়ম আছে, সেগুলোর প্রতি কোনো সম্মান দেখাননি।’