উদ্বোধনী জুটিতে শুভমান গিলকে নিয়ে উইকেটে এলেন রোহিত শর্মা। দারুণ এক রেকর্ডের সামনে ছিলেন ভারতীয় অধিনায়ক। ট্রেন্ট বোল্ডের দারুণ এক ডেলিভারি হুক করেই গ্যালারিতে আঁচড়ে ফেললেন তিনি। শুরু হলো ‘রোহিত, রোহিত’ উচ্ছ্বাস। এরপর ফিফটির আগে সাজঘরে ফিরলেও ভেঙে ফেলেন ক্রিস গেইলের দারুণ এক রেকর্ড।
৪৯ ছক্কায় সবার ওপর ছিলেন ক্যারিবীয় তারকা ব্যাটার গেইল। সেমিতে মাঠে নামার আগে তার চেয়ে মাত্র দুটিতে পিছিয়ে ছিলেন রোহিত। এরপর বোল্ট, টিম সাউদিকে একের পর এক ছক্কা হাঁকান তিনি। বোল্টকে হুক করে মেরে ছক্কার ফিফটি করেন তিনি।
বিধ্বংসী হয়ে ওঠা রোহিতকে থামাবে কে! এমন প্রশ্ন উঁকি দিচ্ছিল। তবে সেটা আর স্থায়ী হয়নি। সাউদিকে আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে কেন উইলিয়ামসনের দুর্দান্ত ক্যাচে আটকা পড়েন তিনি। ২৭ ইনিংসে ৫১ ছক্কা এখন রোহিতের। দ্বিতীয়স্থানে থাকা গেইলের ৪৯ ছক্কার রেকর্ড ছিল ৩৪ ইনিংসে।