কাগজে-কলমে বিরাট কোহলির বয়স এখন ৩৬। এই বয়সে অনেকেই পেশাদার ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন। কিন্তু ভিন্ন যেন কোহলি। ভারতীয় ব্যাটারের ফিটনেসের মাত্রা দেখলে মনে হয়, বয়স মাত্র ২০; চাইলেই আরও কয়েক বছর অনায়াসে খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।
পারিবারিক কারণে লম্বা সময় ছুটিতে ছিলেন কোহলি। কদিন আগেই আইপিএল দিয়ে ফিরলেও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খুব একটা ভালো করতে না পারেননি। ২০ বলে খেলেছিলেন ২১ রানের ধীর গতির ইনিংস। দলও হেরেছিল বড় ব্যবধানে। তবে গতকাল রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে যেন সব পুষিয়ে দিলেন। ৪৯ বলে খেললেন ৭৭ রানের ইনিংস; হয়েছেন ম্যাচসেরা। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও পেয়েছে এবারের আসরের প্রথম জয়।
ফিল্ডিংয়েও দারুণ ছিলেন কোহলি। এ বয়সের তার ক্রিকেটের প্রতি এমন নিবেদনে মুগ্ধ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ম্যাচের পর স্টার স্পোর্টসকে পিটারসেন বলেন, ‘একটা জিনিস সবাই মনে রাখবে এবং একজন খেলোয়াড় হিসেবে সে সবচেয়ে বড় স্মৃতি তৈরি করবে, তা হলো ইনিংস শেষ করা এবং সর্বকালের সেরা ফিনিশার হওয়া। সে ভারতের ক্রিকেটের জন্য আরেকটি কাজ করেছে। তা হলো ভারতীয় ক্রিকেটারদের সে সত্যিকারের অ্যাথলেটে পরিণত করেছে এবং সে শুধু কথার কথা বলেনি, করেও দেখিয়েছে।’