বেশ ঢালাওভাবে প্রচার করা হয়েছিল, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকবে অভাবনীয় ও নজিরবিহীন নিরাপত্তা। কিন্তু সেই প্রচারটি যে যথার্থ ছিল না, সেটা প্রমাণিত হতে বেশি দেরি লাগেনি। এক ফিলিস্তিনভক্ত কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সোজা ঢুকে পড়লেন ক্রিজে। তখন ম্যাচের ১৪তম ওভার চলছিল। ৩ উইকেট হারিয়ে ভারত খানিকটা চাপে ছিল। ফিলিস্তিন ভক্তটির জাতীয়তা জানা যায়নি। নিরাপত্তা বাহিনী তাকে যথারীতি আটক করেছে। এদিকে এক লাখ ৩২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে কড়া নিরাপত্তার পরও মাঠের ভেতর এই যুবকের ঢুকে পড়ায় অনেক কান লালকরা সমালোচনার জন্ম হয়েছে।
এর আগে ইডেনে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের ফাঁকে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ অভিযান শুরু করেছিল একদল সমর্থক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ও ছবিতে দেখা যায়, মঞ্চে উঠে ফিলিস্তিনের পতাকা দেখাচ্ছিলেন তিনজন ফিলিস্তিনি। আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছিল।
তবে এবারের ঘটনাটা আরো বিস্ময়কর। ‘ফিলিস্তিনে বোমা ফেলা বন্ধ করো’ লেখা জামা পরে সরাসরি মাঠে ঢুকে পড়লেন এক সমর্থক। রোববার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালে ঘটনাটি ঘটে। শুধু তাই নয়, এ সময় শর্টস পরিহিত ওই সমর্থক ক্রিজে থাকা বিরাট কোহলিকে জড়িয়েও ধরেন।
হিন্দুস্তান টাইমস জানায়, ফাইনালে যখন ভারত চাপে আছে, ঠিক তখনই তিনি মাঠে ঢুকে পড়েন এবং কোহলিকে জড়িয়ে ধরেন। এই ঘটনায় বিরাট কোহলি বেশ বিরক্ত হন। পরে ফিলিস্তিনি ওই সমর্থককে মাঠ থেকে বের নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণ থমকে থাকার পর ফের শুরু হয় খেলা।