নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের জার্সিতে নেই কোনো স্পন্সর। বিসিবির সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী নয় স্পন্সর প্রতিষ্ঠান অনলাইন মার্কেট প্লেস দারাজ। সে কারণে আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া আসন্ন এ সিরিজে নেই কোনো কিট স্পন্সর।
বিসিবি সঙ্গে দারাজের প্রায় আড়াই বছরের চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। ২০২১ সালের জানুয়ারিতে ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি শেষ হয়েছিল। এরপর সিরিজভিত্তিক কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি করে বোর্ড।
২০২১ সালের এপ্রিলে অনলাইন মার্কেট প্লেস দারাজের সঙ্গে ৩১ মাসের চুক্তি স্বাক্ষর করেছিল বিসিবি। ভারত বিশ্বকাপ পর্যন্ত প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি ছিল বোর্ডের। এবার আবারও নতুন স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি।
প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ জাতীয় পুরুষ এবং নারী ক্রিকেট দল, অনূর্ধ-১৯ দল, ‘এ’ দলের জার্সিতে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।