পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ২১ রানে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে বোলিং নেয় পাকিস্তানি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ফিন এলেনের ঝড়ো ব্যাটিয়ের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৯৪ রান করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন ওপেনার ফিন এলেন। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামস করেন ২৬ রান এবং মিশেল সান্টনার করেন ২৫ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন হারিস রউফ। এছাড়া আব্বাস আফ্রিদি নেন দুই উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামা পাকিস্তান শুরুতে বিপদে পড়ে দুই ওপেনার সায়েম আইয়ুব ও মোহাম্মদ রেজওয়ানকে হারিয়ে। এই দুই ওপেনারকে মাত্র ১০ রানে হারায় সফরকারী বাহিনী। এরপর বাবর আজম ও ফখর জামানের দৃড়তায় ঘুরে দাঁড়ায় তারা। ৮৭ রানের জুটি ভাঙে ফখর জামার আউট হলে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকা পাকিস্তান অলআউট হয়ে যায় ১৭৩ রানে। যার ফলে কিউইরা ম্যাচ জিতে ২১ রানে।
দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ফিন এলেন।