বিপিএলে ছক্কার রেকর্ড তামিমের

বিপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো বাংলাদেশি ব্যাটার তামিম ইকবাল। তবে এবার সে সঙ্গে ছক্কার সেঞ্চুরিও করেছেন তিনি। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪ ছক্কায় ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার। এতেই দেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম হিসেবে ১০০টি ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েন তিনি। 

বিপিএলে ছক্কার দিক থেকে তামিমের চেয়ে উপরে শুধু ক্রিস গেইল। লম্বা সময় এই টুর্নামেন্টের বিভিন্ন ফ্র‌্যাঞ্চাইজিতে খেলা ক্যারিবিয়ান তারকার ছক্কার সংখ্যা ১৪৩টি, সেটাও মাত্র ৫২ ইনিংসে। তবে তামিমের ১০০ ছুঁতে লেগেছে ৯৭ ম্যাচ। 

৯৯ ছক্কা নিয়ে ম্যাচটি শুরু করেন তামিম। প্রথম ছক্কায় সেঞ্চুরি হয় তার। এরপরও দাপুটে ব্যাটিংয়ে ম্যাচ এগিয়ে নেন তিনি। তার ৭১ রানের ইনিংসে বরিশাল পেয়েছিল ১৮৬ রানের পুঁজি। যেখানে দুর্দান্ত ঢাকা হেরে যায় ২৭ রান দূরে থেকেই।

সাকিবের যে রেকর্ড ভাঙার নয়

রাসেল তাণ্ডবে লজ্জায় বাঁচল উইন্ডিজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top