নাসুমের ৬ উইকেট, অঙ্কনের সেঞ্চুরি

ব্যাট হাতে খেলেছিলেন ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস। এবার বল হাতেও দারুণ স্পিন ঘূর্ণিতে ৬ উইকেট নিয়ে দলকে জেতালেন নাসুম আহমেদ। সিলেটকে জাতীয় লিগের শেষ রাউন্ডে জিতিয়ে ম্যাচসেরা হলেন তিনি। গতকাল বগুড়ায় গত আসরের চ্যাম্পিয়ন রংপুরকে ২০১ রানে হারায় সিলেট। এরই মধ্য দিয়ে শেষ হলো এবারের মৌসুম। অবশ্য টায়ার-১ থেকে আগেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা।

দিনের অপর ম্যাচে ঢাকা মেট্রোর সঙ্গে ড্র করেছে চ্যাম্পিয়ন ঢাকা। বৈরী আবহাওয়ার জন্য ম্যাচটি হয়েছে দুদিন পর। প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৮০ রান করে ঢাকা মেট্রো। এরপর ব্যাটিং করে ৫ উইকেটে ২৩৬ রানে ইনিংস ঘোষণা করেছিল ঢাকা। ১১২ বলে সেঞ্চুরি করেন ঢাকার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। গতকাল দুদলের মধ্যকার ম্যাচটি ড্র হলে ম্যাচসেরা হন অঙ্কন।

সদস্যপদ স্থগিত হলেও আন্তর্জাতিক ক্রিকেটে থাকছে শ্রীলঙ্কা

দুভাগে বাংলাদেশে আসছে কিউইরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top