আইপিএলের শুরুতেই মুস্তাফিজ জাদু। চেন্নাই সুপার কিংসের হয়ে নতুন শুরু পেয়েছেন বাংলাদেশি এই পেসার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই নিয়েছেন ৪ উইকেট। এতে রেকর্ডও গড়েছেন বাঁ হাতি এই পেসার। আইপিএল ক্যারিয়ারে উইকেটের ফিফটি পেরিয়েছেন তিনি।
আজ চেন্নাইর ঘরে মাঠে আইপিএলের উদ্বোধনী ম্যাচের প্রথম উইকেট নিয়েছেন মুস্তাফিজ। একে একে তিনি আউট করেছেন ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি, রজত পাতিদার ও ক্যামেরুন গ্রিনকে।
আইপিএলের বিভিন্ন মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শুরু করে দিল্লি ক্যাপিটালস খেলেছিলেন মুস্তাফিজ। এবার চেন্নাইতে প্রথম খেলছেন তিনি। ২ কোটি রূপিতে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়ে বাজিমাত করেছে চেন্নাই।