চেন্নাই সুপার কিংস ছেড়ে হঠাৎ ঢাকায় এসেছেন মুস্তাফিজুর রহমান। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সামনে রেখে ফিঙ্গার প্রিন্ট দিতে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। মঙ্গলবার রাতেই মুস্তাফিজের ফেরার তথ্য নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
জানা গেছে, দলের সঙ্গে আগামী ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দেবেন তিনি। এরপর রাতেই ফ্লাইটেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যোগ দিতে রওনা দেবেন বাঁ হাতি এই পেসার।
আইপিএলে মুস্তাফিজদের পরের ম্যাচের প্রতিপক্ষ হায়দ্রাবাদ। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এই আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন বাংলাদেশ পেসার। তিন ম্যাচে দুটিতে জিতেছে তার দল চেন্নাই।