আইপিএলের প্রথম ম্যাচের পর থেকেই গোলাপি ক্যাপ মাথায় মাঠে দেখা যাচ্ছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে এসেও ক্যাপটি নিজের কাছে ধরে রেখেছেন তিনি। তবে ঠিক কতদিন রাখবেন, সেটা তার পারফরম্যান্সই বলে দেবে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ উইকেট শিকারির কাছে থাকবে গোলাপি ক্যাপ। প্রত্যেক ম্যাচে তিনিই শুধুমাত্র ভিন্ন এ রঙের ক্যাপ পরে মাঠে নামবেন। গেল দুই ম্যাচে মুস্তাফিজকে ওই ক্যাপেই দেখা গেছে।
আইপিএলে তিন ম্যাচ খেলেই ৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচেই ২৯ রানে নেন ৪টি। টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগারও মুস্তাফিজের। একই সঙ্গে ৭ উইকেট নিয়ে সবার ওপরে তিনি। তার পরই আছেন মায়াঙ্ক যাদব। দুই ম্যাচে ৬টি উইকেট নিয়েছে লক্ষ্ণী সুপার জায়ান্টের এই পেসার।