ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দারুণ এক রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তৃতীয় ম্যাচে খেলতে নেমেই এই রেকর্ডটি গড়েন তিনি। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
বাংলাদেশিদের মধ্যে সবার আগে রেকর্ডটি গড়েছেন সাকিব আল হাসান। তবে রেকর্ড গড়ে কম সময় নিয়েছে মুস্তাফিজ। সাকিবের ৩০০ উইকেট স্পর্শে লেগেছিল ২৬০ ম্যাচ। মুস্তাফিজের লেগেছে ১৭ ম্যাচ কম।
তবে দুজনের তিনশ উইকেটের ব্যাটার ছিলেন টি-টোয়েন্টির সেরারা। যেমন সাকিব তার ৩০০ তম উইকেট নিতে ফেরান রোহিত শর্মাকে। আর মুস্তাফিজ ফেরালেন ওয়ার্নারকে। যদিও ম্যাচটিতে খুব একটা কার্যকর ছিল না বাঁ হাতি এই পেসারের বোলিং।