শান্তর প্রশংসা করলেও আক্ষেপ আছে মুমিনুলের

২০১৯ থেকে লম্বা সময় বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ছিলেন মুমিনুল হক। তার অধীনে প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জেতে বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সের চাপে অধিনায়কত্ব হারাতে হয়েছিল অভিজ্ঞ এই ব্যাটারকে। সে কিউইদের বিপক্ষে এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে তিন দিন শেষে চালকের আসনে আছে স্বাগতিকরা। অধিনায়ক শান্তর প্রশংসা করেছেন মুমিনুল। তবে নিজের সময়কার আক্ষেপও ঝরেছে তার কণ্ঠে।

শান্তর অধিনায়কত্ব নিয়ে এক প্রশ্নে তিনি বলেছেন, ‘আপনারা আরও ভালো বুঝবেন, বাইরে থেকে দেখেন। দল তো ভালোই খেলছে। ওই হিসেবে চিন্তা করলে আমার মনে হয় ভালো। কারও সঙ্গে কারও তুলনা করা যাবে না। একেকজনের থিওরি একেকরকম। আমার মনে হয় লিডার হিসেবে ও ভালো। যেটা ভালো বোঝে সেটাই করে। ভেতরের জিনিসগুলো বোঝে। অনেক ক্যাপ্টেন বোলারের কথা শোনে। ও (শান্ত) ওর (নিজের) মতো করে। ’

নিজের অধিনায়কত্বের সময় সিনিয়র ক্রিকেটারদের পেতেন না মুমিনুল। কিউইদের মাঠে ঐতিহাসিক সেই জয়েও ছিলেন না সাকিব আল হাসান, তামিম ইকবালরা। সে প্রসঙ্গ মনে করিয়ে তিনি বলেছেন, ‘আমার সময় এটা মিসিং ছিল না। আমার সময় সিনিয়ররা সেভাবে ছিলই না। এটা একটা ফ্যাক্ট, বুঝতে হবে। আমি তো আল্লাহর রহমতে অনেক টেস্ট খেলেছি। মুশফিক ভাই আরও বেশি খেলেছে। আপনি সিনিয়র হলে নিজ থেকে এগিয়ে আসা উচিৎ। না এলে কাজের প্রতি অসম্মান করছেন। অধিনায়কের নেওয়া না নেওয়া ওর ব্যাপার। অনেক সময় অনেক কিছু মিসিং হয়, হয়ে যায়। এটা সিনিয়রদের দায়িত্ব।’

ডি কক ঝড়ে দিল্লির জয়, জিতলো চেন্নাই-নিউ ইয়র্কও

৩১৭ রানে থামলো কিউইদের প্রথম ইনিংস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top