আইপিএল ড্রাফটে নাম উঠলো না মাহমুদউল্লাহের

গতকাল আইপিএল কর্তৃপক্ষ আগামী আসরের নিলামের জন্য আবেদনকারী খেলোয়াড়দের চুড়ান্ত নাম প্রকাশ করেছে। এতে রয়েছে বাংলাদেশি তিন পেসারের নাম। তবে জায়গা হয়নি গত ভারত বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার মাহমুদউল্লাহ রিয়াদের। জায়গা পাওয়া তিন পেসার হলেন তাসকিন আহমেদ যিনি রয়েছেন ১১৮ তম সিরিয়ালে, তার ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপি। তাসকিন কে অবশ্য ডাইরেক্ট সাইনিং এ কিনতে চেয়েছিল ২০২২ এর আইপিএলে। কিন্তু দেশের খেলা থাকায় তিনি রাজি হন নি তখন।

এরপর আছেন শরিফুল ইসলাম, তার ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি এবং তিনি আছেন ১২৪ নাম্বারে সিরিয়ালে। ২০১৭ আসর থেকে টানা খেলতে থাকা মুস্তাফিজুর রহমান আছন অবশ্য অফ ফর্মে যার কারনে তার চাহিদাটাও এবার কিছুটা কম। তাছাড়া তিনি নিজের নাম লিখিয়েছেন সর্বোচ্ছ ২ কোটি রুপির ক্যাটাগরিতে। তিনি আছেন বাংলাদেশীদের মধ্যে সিরিয়ালে সবার নিছে ১৩৮ তম স্থানে।

এবারের আইপিএলের চুড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি খেলোয়াড়। ৩৩৩ জন খেলোয়াড়কে নিয়ে এবারের নিলাম হবে ১৯ ডিসেম্বর দুবাইয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top