নতুন লক্ষ্য জানালেন মেসি

২০২২ সালে আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন লিওনেল মেসি। এবার তার লক্ষ্য কোপা আমেরিকা। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। 

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। মেসি পরিবার নিয়ে বর্তমানে রোজারিওতে বড়দিনের ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘২০২৪ সালটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্টিনা দলকে নিয়ে দেশের মানুষের প্রত্যাশার মাত্রা আকাশ চুম্বি। আমাদের এ বার লক্ষ্য থাকবে কোপা  আমেরিকা জয় করা।’

‘আমাদের অধিকাংশ ফুটবলার এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন ক্লাবে টানা খেলে চলেছে। কিন্তু সে সবের মধ্যেই নিজের দেশের হয়ে লড়াই করার জন্যও তৈরি থাকতে হবে। এই বিষয় নিয়ে কোচ লিওনেল স্কালোনির সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে আমার। তাছাড়া বিশ্বকাপ জয়ের পর আমাদের আত্মতুষ্ট হওয়ার কোনও সুযোগ নেই।’-যোগ করেন তিনি।

আমেরিকার ফুটবল নিয়েও মন্তব্য করেছেন মেসি, ‘আমেরিকায় ফুটবল ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ইন্টার মায়ামিতে খেলার কারনে সেটা আমি প্রতিনিয়ত অনুভব করি। তা ছাড়াও বিশ্বকাপ জেতার ফলে আর্জেন্টিনা দলের দিকে সকলের নজর একটু বেশি থাকবে। আমি চাই, একশো শতাংশ সুস্থ হয়ে ফুটবলাররা সেখানে খেলতে নামুক। তা হলেই লক্ষ্য পুরন করা সম্ভব।’

মাশরাফিকে ছাপিয়ে হাবিবুরের রেকর্ড সেঞ্চুরি

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ সৌম্য-শরিফুলের

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top