যে কারণে ফিরছেন না ম্যাকডরমট ও নিক লি

টি-টোয়েন্টি সিরিজ ড্র করে দেশে ফেরার পথে নাজমুল হোসেন শান্তরা। সোমবার রাত ১০.৪০টায় ঢাকায় এসে পৌঁছানোর কথা আছে শান্ত, লিটনদের। তবে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসছেন না কোচিং প্যানেলে থাকা বিদেশি সদস্যরা। বিসিবির একটি সূত্র জানিয়েছেন, প্রধান কোচ চন্ডিকা হাথুরাসিংহে ছুটিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। 

ছুটি পেয়েছেন সহকারী কোচ নিক পোথাসও। তবে ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট ও ট্রেনার নিক লি আসছেন না। বিসিবির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়াতে নিজ দেশে ফিরে যাচ্ছেন তারা। ভবিষ্যতে চুক্তির মেয়াদ নবায়ন হলে তবেই ফিরতে পারেন তারা। এই সফরের জন্য কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেয়া হয় আফগানিস্তানের বংশোদ্ভুত মহসিন শেখকে। তিনিও হেড কোচ হাতুরাসিংহের মতো অস্ট্রেলিয়ার ফিরে যাবেন।

নিউজিল্যান্ড সফর শেষ আপাতত ব্যস্ততা নেই জাতীয় দলের। ১৯ জানুয়ারি শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চলবে ১ মার্চ পর্যন্ত। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে চাপাবেন নাজমুল হোসেনরা। অর্থাৎ আগামী ২ মাস জাতীয় দলের খেলা না থাকায় লম্বা ছুটিতে গেছে জাতীয় দলের কোচিং প্যানেল।

ব্রাজিলের স্থায়ী কোচ  কে

আকবর-জ্যোতিদের পুরস্কৃত করল বিওএ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top