ম্যাক্সওয়েল রুপকল্প

Maxwell

স্টিভেন স্মিথ, মাহমুদউল্লাহ রিয়াদ, গ্ল্যান ম্যাক্সওয়েল—তিনজনের মিল হয়েছে এক জায়গায় এসে। কোথায় জানেন? তিনজনেই জাতীয় দলে এসেছিলেন স্পিনার হিসেবে। এরপর সময়ের বিবর্তনে দলের প্রয়োজনে হয়েছেন অন্যতম ব্যাটিং ভরসার প্রতীক। মাহমুদউল্লাহ অনেকবার বাংলাদেশের ত্রানকর্তা হিসেবে হাজির হয়েছেন, স্মিথ-ম্যাক্সওয়েলই একই। তবে গতকাল মুম্বাইয়ে ম্যাক্সওয়েল যা করেছেন, সেটা আগের সব কিছুকে ছাপিয়ে গেছে।

বিশ্বকাপের ৩৯তম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৯২ রানের চ্যালেঞ্জ দিয়েছিল আফগানিস্তান। ধারনা করা হচ্ছিল, স্বাভাবিকভাবেই জিতবে পাঁচবারের শিরোপাধারীরা। কিন্তু সবাইকে চমকে দেয় আফগান বোলাররা। মাত্র ৯১ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। তখন উইকেটে একমাত্র বিশেষজ্ঞ ব্যাটার ম্যাক্সওয়েল। ম্যাচের রেজাল্ট প্রিডিকশন ছিল, আফগানিস্তান ৯৪ শতাংশ ও অস্ট্রেলিয়া ৬শতাংশ। এরপরই শুরু রুপকথার গল্পের। প্যাট কামিন্সকে নিয়ে ২০০ রানের এক অবিশ্বাস্য রেকর্ড জুটি গড়ে তোলেন ম্যাক্সওয়েল। রেকর্ড ভেঙে অসম্ভব এক জয় পায় অজিরা।

রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া এই দ্বিশতকে শুধু আফগানদের স্বপ্নই ভাঙেনি, ভেঙ্গেছেন অনেক রেকর্ড। প্রথমত, বিশ্বকাপে রান চেজে এখন ম্যাক্সওয়েল প্রথম (২০১) এর আগে এই রেকর্ড ছিল বিরাট কোহলির (১৮৫), প্রতিপক্ষ পাকিস্তান। দ্বিতীয়ত, বিশ্বকাপের ব্যক্তিগত সর্বোচ্চ ৩টি ইনিংসের একটা এখন ম্যাক্সির, বাকি দুটির একটা মার্টিন গাপটিল (২৩৭) ও ক্রিস গেইল (২১৫) রানের। তৃতীয়ত, অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে এখন সর্বোচ্চ ইনিংস ম্যাক্সওয়েলের, আগেরটি ছিল শেন ওয়াটসনের (১৮৫)। চতুর্থ, ওয়ানডে ক্রিকেটে গতকাল ম্যাক্সির করা দ্বিশতক এখন ২য় দ্রুততম দ্বিশতক, প্রথমটা বাংলাদেশের বিপক্ষে করা ভারতীয় ব্যাটার ইশান কিশানের।

অসংখ্য রেকর্ডের কারিগর এই ইনিংস আরো যেসব রেকর্ড গড়ছে সেগুলো হল, ৫ নাম্বারের পর ব্যাটিং করা ব্যাটারদের মধ্যে এখন সর্বোচ্চ ইনিংস তার। ৭ম উইকেটের পর সর্বোচ্চ যে কোন জুটিতে এটাই এখন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ পার্টনারশিপ।

আরো পড়ুনঃ

জোর করেই তেতো বড়ি গিললেন আফগান কোচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top