নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের এমন দুর্দান্ত জয়ের রেশ এসে পড়েছে বাংলাদেশেও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ব্যস্ত থাকার পরও জয়ের আনন্দ ছুঁয়ে গেল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে। এক জনসভা অনুষ্ঠানে দলের সঙ্গে অধিনায়ক শান্তর প্রশংসা করেন তিনি।
দলের জয় নিয়ে মাশরাফি বলেছেন, ‘বাংলাদেশ দল জিতেছে আলহামদুলিল্লাহ। খেলা তো এত দেখার সুযোগ হচ্ছে না। অভিনন্দন, বাংলাদেশ দলকে। এটাও তো আরেকটা ভালো লাগার সংবাদ।’
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। তার ঘাটতি মাঠে বুঝতে দেননি ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত। সমালোচনার মধ্য দিয়ে উঠে আসা শান্তর প্রশংসা করে মাশরাফী বলেছেন, ‘অবশ্যই ও দারুণ খেলোয়াড়। ওর একটা সুবিধা হচ্ছে, অনেক সমালোচনার মধ্যে দিয়ে এসেছে। সুতরাং এই জিনিসটাকে ও বুঝতে পারে। ও যেহেতু বুঝে ফেলছে সবকিছু, দারুণ কিছু করবে ভবিষ্যতে, আমার বিশ্বাস।’